সকল মেনু

ঝিনাইদহে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মবিরতি ও স্বারকলিপি

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  বেতন ও চাকরি কমিশন-২০১৩ এ প্রস্তাবিত সুপারিশমালা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে কর্মবিরতি ও স্বারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি ইমাদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, সরকারি তৃতীয় শ্রেণী কর্মচারি সমিতির সভাপতি মোস্তাক আহমেদ খান, সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কর্মচারি নেতা সোহেল রানা, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, সরকার বর্তমানে আমাদের যে বেতন দেয় তা দিয়ে তিন সদস্যর পরিবার নিয়েও চলা যায়না। অবিলম্বে বেতন ও চাকরি কমিশন-২০১৩ এ প্রস্তাবিত সুপারিশমালা বাস্তবায়নে সরকারের প্রতি জোরদাবি জানানো হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top