সকল মেনু

বাংলাদেশ সফর নিয়ে মমতাকে সুষমার ফোন

 ডেস্ক রিপোর্ট :  ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরের বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে জানিয়েছেন। নরেন্দ্র মোদির সরকার গঠনের পর বুধবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন সুষমা। রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা। ভারতের সরকারি সূত্রে বলা হয়েছে, সফরকালে স্থলসীমান্ত চুক্তি, প্রস্তাবিত তিস্তা চুক্তি ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করবেন সুষমা স্বরাজ। বিষয়গুলো তিনি মমতাকে অবহিত করেছেন। দুই নেত্রীর ফোনালাপের বিষয়ে এর বেশি কিছু জানাতে অপারগতা জানায় সূত্র। সুষমা স্বরাজের এবারের সফরে তিস্তা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। এর আগেও ভারতের সাবেক কেন্দ্রীয় সরকার (কংগ্রেস নেতৃত্বাধীন সরকার) বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে উদ্যোগ নিয়েছিল। ২০১১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে এ বিষয়ে সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মমতা ব্যানার্জির প্রবল বিরোধিতার মুখে তা আটকে যায়। তিস্তা চুক্তি বিষয়ে সমঝোতার অংশ হিসেবেই সুষমা স্বরাজ বাংলাদেশ সফরের আগেই মমতার সঙ্গে ফোনে আলাপ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সুষমা স্বরাজের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বাংলাদেশ সফর তার প্রথম বিদেশে সফর।
তথ্যসূত্র : পিটিআই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top