সকল মেনু

ফরিদপুরে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের এলজিএসপি প্রকল্পের কাজে দূর্নীতি

লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি:  জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা খন্দকার নাজিরুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়নের তহবিলের অনুকুলে বরাদ্দকৃত স্থানীয় সরকার সহায়তা কর্মসুচির (এলজিএসপি) অর্থ নিয়ে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপজেলার সাতৈর ইউনিয়নে ১১ লক্ষ ৭৫হাজার টাকা বরাদ্দদেওয়া হয়। এই টাকায় ইউনিয়নের ১১ টি ফ্লাট সোলিং রাস্তার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, ১১ টি প্রকল্পেই নিম্নমানের রেইন স্পট ইট ও ধুলাবালি  ব্যবহার করে এসব রাস্তা নির্মান করা হচ্ছে। কয়ড়া আলমগীরের দোকান হতে মান্নানের বাড়ির রাস্তা ও জয়নগর ব্যাপারি পাড়া রাস্তা ফ্লাট সোলিং কাজে ১ নম্বর ইট ও বালু ব্যবহার করার কথা থাকলেও দুটি রাস্তায় রেইন স্পট ইট ও ধুলাবালু স্তুপ করে রেখেছে। কাজের মান তদারকির জন্যে স্থানীয় ভাবে ওয়ার্ড ভিত্তিক নিজস্ব লোক দিয়ে নামে মাত্র কমিটি করে নিজেই এই নিম্নমানের কাজ করার সুযোগ নিচ্ছে।  এব্যাপারে চেয়ারম্যান নাজিরুল ইসলাম নিম্নমানের কাজ হওয়ার কথা অস্বীকার করেন এবং কাজের তদারকি কমিটির কোন সদস্যের নাম বলতে পারেনি।  উপজেলা প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম বলেন, এই প্রকল্পের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দ হওয়ায় তারা এই অনিয়মের সুযোগ নিচ্ছে। তবে স্থানীয় প্রকৌশল অফিস (এলজিইডি) থেকে এই প্রকল্পের সঠিক মানের  প্রত্যায়ন পত্র না দিলে কোন অর্থ উত্তোলন করার ক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই। নিম্ন মানের কাজ হলে কোন প্রত্যায়ন পত্র দেওয়া হবে না।  উপজেলা নির্বাহী অফিসার মো. সহিদুজ্জামান বলেন, ফ্লাট সোলিং এর কাজ বন্ধ ও নিম্নমানের ইট বালু ব্যবহারের কথা আমার জানা নেই, অভিযোগ সত্য হলে আমি ব্যাবস্থা নেব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top