সকল মেনু

অপহরন নাটক ! বেলাবতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন

 বেলাব(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজে আত্মগোপন থেকে মিথ্যা অপহরন মামলা সাজিয়ে হিরন মিয়া নামে এক ব্যাক্তি নিজেই ফেঁসে গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সররাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, নিলক্ষিয়া গ্রামের মৃত আকিল মিয়ার ছেলে মোঃ হিরন মিয়ার সাথে তারই চাচা ফিরুজ মিয়া ও চাচাত ভাই রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে গত কিছুদিন আগে হিরন মিয়া তার পরিবারের সদস্যদের সহযোগীতায় নিজে আত্মগোপন করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে গত ১ জুন নরসিংদী চিফ জুডিশিয়াল আদালতে হিরন মিয়াকে অপহরন করে খুন করার পর লাশ ঘুম করা হয়েছে মর্মে হিরনের ভাই আবুল কাশেম বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য বেলাব থানার ওসি বদরুল আলম খানকে নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে গত ১২ জুন তারিখে আবুল কাশেম বেলাব থানায় পূনরায় ৩৬৪/৩৪/২০১ ধারায় আরেকটি অপহরন মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোঃ আইয়ুব ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত চলাকালিন সময়ে হঠাৎ করে গত ১৬ জুন সোমবার দুপুরে অপহরন হওয়া হিরন এস,আই আইয়ুব মিয়ার মোবাইলে ফোন করে জানায় পাশ্ববর্তী কামারটেক বাসষ্টেন্ডের সে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বিষয়টি সন্দেহ হওয়ায় বেলাব থানা পুলিশ হিরন মিয়াকে কামারটেক থেকে উদ্ধার করে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে হিরন পুলিশের কাছে স্বীকার করে প্রতিপক্ষ চাচা ও চাচাত ভাইদের ফাঁসাতে গিয়েই বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে সে তার পরিবারের সদস্যদের সহযোগীতায় এ অপহরন নাটক সাজিয়েছিল। পরে পুলিশ অপহরন নাটকের মূল হোত্ াহিরনকে আদালতে প্রেরন করলে সেখানেও সে ১৬৪ ধারায় এ নাটকের কথা স্বীকার করে। বর্তমানে হিরন তার ভাইয়ের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস,আই মোঃ আইয়ুব মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফের যদি এরকম কোন ঘটনা ঘটনো হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top