সকল মেনু

হোটেলের মালিক হতে গিয়ে ৫ লন্ডন প্রবাসী কারাগারে

 নিজস্ব প্রতিবেদক: দেশের একটি পাঁচ তারকা হোটেলের (ঢাকা রিজেন্সী হোটেল) মালিক হওয়ার স্বপ্ন ছিল ওদের। টেলিভিশনে চটকদার বিজ্ঞাপণ দেখে বিনিয়োগও করেছিলেন। কিন্তু হোটেলের মালিক হওয়াতো দুরের কথা। হোটেলের ধারে কাছেও ভিড়তে পারছেন না লণ্ডন প্রবাসী ১২০ জন। এছাড়া প্রতারকদের উল্টো মামলায় গ্রেপ্তার হয়ে তাদের পাঁচজন রয়েছেন কারাগারে। এরা হলেন, শাহ মো. আশরাফুল ইসলাম, মজিদ খান এবং মন্জুর হোসেন, বদরুদ্দোজা সাগর ও নুরুজ্জামান বাবু। ঘটনার সূত্রপাত ২০০৫ সাল থেকে। কবির রেজা, আরিফ মোতাহার এবং মোসলেহ উদ্দীন আহমেদ নামের এই তিনজন লন্ডনের বিভিন্ন টিভি চ্যানেলে ‘ঢাকায় পাঁচ তারকা হোটেল হবে’ এমন বিজ্ঞাপণ দিয়ে প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করে । প্রতি শেয়ারের মূল্য ধরা হয় ২৫হাজার পাউন্ড। শর্ত ছিল দুই বছরের মধ্যে হোটেলটির মালিকানা হস্তান্তর করা হবে এবং বছরে কমপক্ষে ২বার ডিভিডেন্ট দেয়া হবে। এছাড়াও ছিল আরও লোভনীয় অনেক প্রস্তাব। কিন্তু ২বছরের জায়গায় পার হয়ে যায় ৪ বছর। এক পর্যায়ে ঢাকা রিজেন্সী হোটেলে-এ বিনিয়োগকারী ১২০ জন প্রবাসী নিজেদের প্রাপ্য অধিকার পেতে দাবি জানায়। আর তখনই আসল চেহারা প্রকাশ পায় প্রতারক কবির রেজা, আরিফ মোতাহার ও মোসলেহ উদ্দীনের। ক্রমাগত হুমকি দিতে থাকে তারা প্রবাসী  বিনিয়োগকারীদের। হুমকি উপেক্ষা করে দেশে এসে তারা মামলা দায়ের করে কবির রেজা, আরিফ মোতাহার, মোসলেহ উদ্দীন আহমেদ এবং হোটেলের জি.এম ও ম্যানেজারের বিরুদ্ধে। পরে গত ১৮ ফেব্র“য়ারী গ্রেপ্তার হয় আরিফ মোতাহার, মোসলেহ উদ্দীন আহমেদ এবং কায়েস মুন্সী।  অন্যদিকে কবির রেজাও নিজেদের বাঁচাতে একটি প্রতারণা মামলা দায়ের করলে গত ২৭ এপ্রিল মধ্যরাতে হোটেলে অবস্থানরত অবস্থায় গ্রেপ্তার হন ওই পাঁচ প্রবাসী বিনিয়োগকারী। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। ভুক্তভোগী লন্ডন প্রবাসীদের কো-অর্ডিনেটর মৌসুমী নার্গিস লাকি বলেন, ঢাকা রিজেন্সি হোটেলে বিনিয়োগকারী ১১৫ জনকে এখনো বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে। তাদের জামিনের ব্যাপারে ভয়ে কেউ আইনি লড়াইয়ে যেতে পারছেননা অনেকের স্বজন। আবার অনেকে নিরাপত্তার কথা ভেবে লণ্ডনেই ফিরে গেছেন। এ অবস্থায় দেশের সুনাম ক্ষুন্নকারি ওই প্রতারকদের দৃষ্টান্তমুলক শাস্তি ও প্রবাসীদের বিনিয়োগের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা করেন মৌসুমী নার্গিস লাকি ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top