সকল মেনু

এখন ইউক্রেনে তুমুল যুদ্ধ

 ডেস্ক রিপোর্ট,১৩জুন : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের সীমান্তবর্তী অঞ্চলে সরকারবিরোধী যোদ্ধাদের সঙ্গে তুমুল যুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে সেখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পূবাঞ্চলীয় সীমান্তবর্তী শহর মারিউপোলে এ সংঘর্ষ চলছে। তবে শহরটি এখন ইউক্রেনীয় সেনাদের দখলে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেনি অ্যাভাকোভ জানিয়েছেন, তার দেশের সেনারা বিচ্ছিন্নতাবাদী ও রাশিয়াপন্থি যোদ্ধাদের হঠিয়ে মারিউপোলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। এ সংঘর্ষে পাঁচজন রাশিয়াপন্থি যোদ্ধা নিহত হয়েছেন এবং চারজন ইউক্রেনীয় সেনা আহত হয়েছেন। এদিকে ইউক্রেন সরকার দাবি করেছে, রাশিয়া তার সমর্থক যোদ্ধাদের সাহায্যের জন্য তিনটি যুদ্ধ ট্যাংকসহ সমরযান পাঠিয়েছে। তবে ইউক্রেনের এ দাবি অস্বীকার করেছে রাশিয়া। অন্যদিকে পূর্বাঞ্চলীয় শহর দোনেতস্ক এবং এর পাশের শহর লুহানস্কে গত কয়েক দিনের যুদ্ধে কয়েক শ ইউক্রেনীয় সেনা এবং রাশিয়াপন্থি যোদ্ধা মারা গেছেন। বেসামরিক লোকও নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে বিশ্ব কূটনীতিতে উত্তেজনা বিরাজ করছে। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো একের পর এক অবরোধ-নিষেধাজ্ঞা জারি করলেও দৃশ্যত রাশিয়া তার অবস্থান থেকে সরে আসেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top