সকল মেনু

ব্রাজিলের দিকে ৬০০ কোটি চোখ

  আনিকা মম, ডেস্ক : ব্রাজিলে আর মাত্র কয়েক ঘণ্টা পরে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪। মানবগ্রহের সবচেয়ে বড় ক্রীড়া আসরের দিকে তাকিয়ে বিশ্বের ৩০০ কোটি মানুষের ৬০০ কোটি চোখ। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ টেলিভিশন এবং ইন্টারনেটে উপভোগ করবেন। বিশ্বকাপ খেলার বাড়তি আকর্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে মধ্য দিয়ে পর্দা উঠছে এবারের আসরের। কী থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে- তা দেখার অপেক্ষা বিশ্বজুড়ে। ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর মূল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ। আগেই জানা গেছে, উদ্বোধনীতে থাকছে ব্রাজিলের ইতিহাস ও ঐতিহ্যের আলোকছটা, শিল্প-সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা। সাম্বা নাচের মহোৎসব। ফুটবলের দেশ ব্রাজিলে শুধু ফুটবল উন্মাদনা থাকার কথা থাকলেও তা কিন্তু নেই। ফুটবল বিশ্ব খেলার আগের অনেক খবরে জেনেছে সে কথা। বিশ্বকাপবিরোধী ব্রাজিলিয়ানরা তুলে ধরেছেন তাদের দেশের নানা সমস্যা। হাজার হাজার মানুষ বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে এসেছেন, বিশ্বকে জানিয়েছেন ফুটবলের দেশের অর্থনৈতিক দুর্দশা। বৃহস্পতিবারও ব্রাজিলের রিও ডি জেনিরো বিমানবন্দরের কর্মীরা ধর্মঘট পালন করছেন। তিন দিন আগেও সাও পাওলোর মেট্রো শ্রমজীবীরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বিশ্বকাপ চলাকালেও সংঘর্ষ ও বিক্ষোভ হতে পারে।

হয়তো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ফুটবল প্রেমীরা সেসবের কিছুই দেখবেন না। পরিচ্ছন্ন উপস্থাপনায় বিশ্বকাপ হয়ে উঠুক আরো নান্দনিক- এ প্রত্যাশা নিয়ে বিশ্বময় এখন শেষ মুহূর্তের অধীর অপেক্ষা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top