সকল মেনু

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন ইমরান খান

  এস এন ইউসুফ,কুমিল্লা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন কুমিল্লা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান। গতকাল ১১ জুন বুধবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে রওয়ানা দিয়ে দুপুর ২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেন তিনি। গত ৬ জুন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গীদের মধ্যে ব্যবসায়ীক প্রতিনিধি হিসেবে কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর সদস্য হিসেবে ইমরান খান চীন সফরে যান। ৫ দিনের এই সফরে ইমরান খান প্রধানমন্ত্রীর সাথে চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ চায়নার বাংলা বিভাগের শিক্ষর্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। প্রধানমন্ত্রীর এবারের এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ৫টি চুক্তি, দুইটি সমঝোতা স্মারক এবং দুটি বিনিময়পত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিতি, বেইজিংয়ের গ্রেট হল অফ পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি স্মাক্ষর অনুষ্ঠানে উপস্থিতি, বন্যা নিয়ন্ত্রণে গবেষণা এবং দুর্যোগে উদ্ধার কার্যক্রমের সরঞ্জাম সহযোগিতার বিষয়ে বিনিময়পত্র দুটি সই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। এবং পরে সোমবার রাতে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণের জন্য বাংলাদেশ ও চীনের মধ্যে পৃথক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিতি, মুন্সীগঞ্জের গজারিয়ায় তৈরী পোষাক শিল্পর একটি পল্লী নির্মাণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মানোন্নয়নে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান (বিজিএমইএ) ও চীনের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এবং সর্বশেষ ১.২ মিলিয়ন ডলার ব্যায়ে চীনের একটি কোম্পানীর সাথে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা এইচটি ইমাম ও এটিএনবাংলার চেয়াম্যান মাহফুজুর রহমান সহ একটি এমইউ স্মাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীর্ঘ ৫দিনের সফর শেষে গতকাল দুপুর সোয়া দুইটায় দেশে ফিরেছেন ইমরান খান। ইমরান খান কুমিল্লার সর্বস্তরের মানুষের দোয়া এবং ভালোবাসার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top