সকল মেনু

বিশ্বকাপের উৎসব শহরের অলিগলি ছেরে এখন গ্রামের মেঠো পথে

 দিলীপ গৌর: ফুটবল বিশ্বকাপ মানেই একটি বাড়তি উৎসব বাড়তি উন্মাদনা। এক সময় শহরের ইটপাথরের গড়া অলিগলিতে এই ফুটবল উন্মাদনা লক্ষ্য করা গেলেও কালের বির্বতনে এই উৎসব এখন প্রত্যান্ত গ্রামের মানুষের মধ্যে নাড়া দিয়েছে। আর মাত্র ৪ দিন বাকি আছে এই বিশ্ব উৎসব আসরের । এবারের ফিপা ওয়াল্ডকাপ ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে আয়োজন করা হয়েছে তবে এই ফুটবল জনপ্রিয় দেশের অধিকাংশ মানুষ এই আয়োজনের বিরোধীতা করছে তারপরেও দেশটি সাজানো হয়েছে সুন্দর ভাবে। এই বার ব্রাজিলের ১২টি শহরে ৩২টি দেশের ৬৪ ম্যাচের ৩২ দিনের এই উৎসব চলবে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ না থাকলেও এর উন্মাদনা বেশি লক্ষ্য করা যায় এই দেশে। ইতি মধ্যে শহর,গ্রাম,মহাসড়ক,রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সপিংমলে লাগানো হয়েছে প্রিয় দেশের পতাকা। দোকান গুলো ভীড় পড়েছে পতাকা,জার্সি এবং ব্যাসলেট কেনার। দর্জিরা পতাকা বানাতে এমনই ব্যস্তযেন দম ফেলানোর সময় পর্যন্ত নেই।এবারের ফুটবল উৎসবে বাড়তি একটি আয়োজন ছবি বানানো। প্যানাসাইন বা পিভিসি করে ইন্টারনেট থেকে প্রিয় দলের প্রিয় তারকারদের ছবি প্রিন্ট করা। এই আয়োজনে বেশি চলছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা,জার্সি,বেইসলেট । পাশাপাশি অন্যান্য দেশের মধ্যে জার্মানী,স্পেন,পর্তুগাল এর কিছুৃ কিছু ভক্ত লক্ষ্য করা যাচ্ছে। পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন সড়কের পাশে বা খালি দেয়াল যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই আকানো হচ্ছে পতাকা। এমন উৎসব এই দেশে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হলো তখনও লক্ষ করা যায়নী। চায়ের দোকান,বন্ধুদের আড্ডা শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই ভিন্ন ভিন্ন দলের সমর্থকদের মধ্যে চলছে বাক বিতন্ড্রা। আবাল বিদ্ধা বনিতা কেউবাদ যাচ্ছে না এই উৎসব থেকে। টেলিভিশনের দোকান গুলোতে পড়েছে বেচারধুম। সিরাজগঞ্জের কিছু কিছু টিভি শো’রুমে দেখা গেছে অর্ডার দিয়ে ক্রেতাদের ২/৩ দিন অপেক্ষা করতে হচ্ছে। মেসি,নেইমার এর পাশাপাশি ওজিল,রোনালডো,জাভি,ইনেয়েস্তাদের ছবি প্রিন্ট করা হচ্ছে। শহরের এস এস রোড,মুজিব সড়ক,ফজলুল হক রোড থেকে শুরু করে কাজিপুরের নিশ্চিন্তপুর,চৌহালির খাসপুকুরিয়া পর্যন্ত রং বে রং এর পতাকা দিয়ে সজ্জিত হয়েছে। ছোট ছোট শিশুদের মুখে লাগানো হচ্ছে প্রিয়দেশের পতাকা সম্বলিত ট্যাটো। এই উৎসবে শেস হাসিটা কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে সকল ফুটবল ভক্তদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top