সকল মেনু

সৌদিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী নিহত গ্রামের বাড়িতে শোকের মাতম

 শেখ মনির হোসেন,ফরিদপুর, ৮ জুন: সৌদি আরবের দাম্মাদ শহরের জামরাইল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে মো. হানিফ হোসেন (৪৫) নামের এক বাংলাদেশী। নিহতের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। রাতে হানিফ এর মৃত্যুর খবর তার বাড়িতে পৌছলে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। হানিফের ৯ বছর বয়সী মেয়ে হাবিবা ও ৭ বছর বয়সী ছেলে হাইসুম এর কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। পারিবারিক সূত্র জানায়, সৌদি আরব সময় বিকেল ৫ টার দিকে গাড়ি চালিয়ে কর্মস্থল থেকে ফিরছিল হানিফ। পথিমধ্যে গাড়ির সামনে থাকা ওই দেশের পতাকা খুলে পড়ে যাওয়ায় সে গাড়ি থামিতে পতাকা লাগানোর সময় পেছন থেকে অপর একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌদি পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে বলে জানা গেছে। হানিফ ১৯৯৯ সালে সৌদি আরবে যায়। প্রায় ১০ বছর আগে পাশের গ্রামের খাদিজা বেগমকে বিয়ে করে।নিহত হানিফ এর মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top