সকল মেনু

কোটচাঁদপুরে গৃহবধু হত্যা

  সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সীমান্তবর্তী নিভৃত এক পল্লী গোবিন্দপুর। এ গ্রামে স্বামী, শশুর, শাশুড়ী ও একমাত্র সন্তানকে সুখেই দিন কাটাচ্ছিল মহশেপুর উপজেলার সলেমানপুর গ্রামের নশকার আলীর কন্যা গৃহবধু বিলকিছ(২৫)। কিন্তু গভীর রাতে স্বামী, শশুর ও শাশুড়ীর ষড়যন্ত্রের স্বীকার হয়ে মৃত্যুবরণ করেন ভাগ্যহতা ঐ গৃহবধু। পুলিশ ও এলাকাবাসী সূত্রে প্রকাশ বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী, শশুর ও শাশুড়ী। গৃহবধুর হত দরিদ্র পিতার পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব নয় বলে ঘটনার দিন জানান ঐ গৃহবধু। আর তখনই তার উপরে নেমে আসে স্বামী, শশুর ও শাশুড়ীর সম্মিলিত নির্যাতন। জানা যায় এ নির্যাতনেরই এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী, শশুর ও শাশুড়ী। এলাকাবাসী সূত্রে আরও জানা যায় যে পূর্বে ঐ গৃহবধুর ভাসুর রানাও তার স্ত্রীকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গৃহবধুর স্বামী হাবিবুর রহমান, শশুর নাসির উদ্দিন ও শাশুড়ী মিনি খাতুনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। কোটচাঁদপুর থানার মামলা নং – ৬।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top