সকল মেনু

উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ’র সম্মননা গ্রহন

  গোলাম মোস্তফা রাঙ্গা,কুড়িগ্রাম: মঙ্গলবার সাড়ে ১১ টায় কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র কন্ফারেন্স কক্ষে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সম্মননা স্মারক, সনদপত্র প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯/০১/২০১৪ খ্রিঃ হতে ৩১/০৫/২০১৪ খ্রিঃ পর্যন্ত মোট ০৫ মাসে জেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানূর রহমান অত্র জেলার ব্যাটালিয়ন আনসারদের নিয়ে মোট ৪৫ টি সফল অপারেশন পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করে ২৪২ জন আসামী ধরা, ৮২ টি মামলার মাধ্যমে ০৭ হতে ২৪ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা প্রদান, প্রায় সতের লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার ও দশ লক্ষ টাকা জরিমানা আদায়মূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে জেলার আইন-শৃংখলার পরিবেশ উন্নয়নের মাধ্যমে জনসাধারণকে ব্যাপক সেবা প্রদান, চুরি ডাকাতি, খুন ও নাশকতামূলক কাজ প্রতিহত করা, বেআইনী অস্ত্র উদ্ধার, চোরাচালান রোধ, মাদকের ব্যবহার, পাচার ও বিপণনরোধ, মদ ও জুয়ার বিরুদ্ধে সকল অভিযান পরিচালনা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও মূল্যবান দ্রব্য ছিনতাইকারী ধরা, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা এবং যৌন হয়রানি রোধসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণের মাধ্যমে অপরাধমুক্ত জেলা গঠনে দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানূর রহমানকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের পক্ষ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ সম্মননা স্মারক ও সনদ প্রদান করেন। এসময় একই কাজে প্রত্যক্ষভাবে ফোর্স, তথ্য ও গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত বিশাল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তাৎপর্যপূর্ন সহযোগীতার মাধ্যমে জেলার আইন-শৃংখলার পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে ব্যাপক অবদান রাখার জন্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানূর রহমান উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদকে সম্মননা স্মারক প্রদান করেন। একই অনুষ্ঠানে জেলা ও উপজেলা ওয়েব পোর্টাল-এ বাহিনীর নামে পেইজ তৈরি করে সর্বাধিক তথ্য সন্নিবেশিত করায় এবং বাহিনীর প্রশিক্ষণ, সমাবেশ, অপারেশনাল ও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা, জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকা ও প্রতিরোধ পত্রিকায় প্রকাশের ব্যবস্থা গ্রহণ করায় অফিস সহকারী কাম মূদ্রাক্ষরিক গোলাম মোস্তফাকেও সম্মননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, উলিপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, রাজারহাট উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান সরকার, রৌমারী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা রতন কুমার রায়, নাগেশ্বরী উপজেলার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ জহুরুল হক, ভূরুঙ্গামারী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা শ্রী কল্যান কুমার সান্যাল ও কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন এবং সকল উপজেলার উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও জেলা কার্যালয়ের কর্মচারী ও সংযুক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top