সকল মেনু

গোলাম মোস্তফা রাঙ্গার সম্মননা স্মারক, সম্মাননা সনদ অর্জন

 ডা: জি এম ক্যাপ্টেন,কুড়িগ্রাম: বুধবার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র কন্ফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গাইবান্ধা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক গোলাম মোস্তফা রাঙ্গাকে মাদক বিরোধী প্রচারণা, ইভটিজিং প্রতিরোধ, তথ্য প্রযিুক্ততে বিশেষ অবদান রাখায় সম্মননা স্মারক, সম্মাননা সনদপত্র বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করেন কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুস সামাদ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানূর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, উলিপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, রাজারহাট উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান সরকার, রৌমারী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা রতন কুমার রায়, নাগেশ্বরী উপজেলার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ জহুরুল হক, ভূরুঙ্গামারী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা শ্রী কল্যান কুমার সান্যাল ও কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন এবং সকল উপজেলার উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও জেলা কার্যালয়ের কর্মচারী ও সংযুক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।  গোলাম মোস্তফা রাঙ্গা প্রায় দু’বছর ধরে মাদক বিরোধী প্রচারণা, ইভটিজিং প্রতিরোধে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ছাড়াও তিনি উক্ত বিষয়সহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা, জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকা ও বাহিনীর প্রতিরোধ পত্রিকায় লেখালেখির ব্যাপক প্রচার করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top