সকল মেনু

ফুলবাড়ি সীমান্তবর্তী এলাকার শতাধিক নারী-শিশু ভারতীয় জেলে বন্দী

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাচারকারী দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন জেলে মানবেতর জীবনযাপন করছে শতাধিক নারী-শিশু সহ কিছু নীরিহ মানুষ । ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একাধিক ছিটমহল থাকায় এখানকার গরীব, নীরিহ মানুষগুলোকে একটি দালালচক্রের কিছু সদস্য প্রশাসনকে ফাঁকি দিয়ে এ কাজ দেদারসে করছে। তাদের কবল থেকে রক্ষা পায়নি অষ্টম শ্রেনীর ছাত্র থেকে শুরু করে ৫মাসের শিশুও। সম্প্রতি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর গ্রামের আফজাল হোসেনের ছেলে জে এস সি পরীক্ষার্থী রবিউল আলম এবং আব্দুর রহমান নামের ২ কিশোর পাচারের স্বীকার হয়েছে। পাচার কারীর হাত থেকে রক্ষা পেলেও আজ পর্যন্ত দেশে ফিরতে পারেনি তারা। এখন তারা ভারতের জেলে আছে বলে তাদের স্বজনরা জানায়। পরিবারের সদস্যরা আশায় আছেন কবে তাদের সন্তানরা ফিরবে আবার অনেকের পিতা-মাতা সন্তানের চিন্তায় শয্যাশায়ী। বিভিন্ন সময়ে এসব নীরিহ মানুষ ধরা পড়লেও দালাল চক্র থাকে ধরা ছোয়ার বাইরে।ভুক্তভোগী নীরিহ মানুষগুলো জানিয়েছেন,স্থানীয় ছিট মহলের বেশ কয়েকজন দালাল প্রথমে বিভিন্ন প্রকার লোভ দেখিয়ে ভারতের দিল্লিতে ইট ভাটার কাজ করে অনেক টাকা আয় হবে বলে প্ররোচিত করে রাতের আঁধারে কাটাতারের বেড়ার উপর দিয়ে মই দিয়ে অথবা নীচের গর্ত দিয়ে ভারতীয় সীমান্তের দালালের নিকট হস্তান্তর করে। এরপর সেখানকার বিভিন্ন স্থানে তাদেরকে নিয়ে যাওয়ার সময় সেখানকার পুলিশ আটক করে জেলে প্রেরন করে। সীমান্তবাসীরা দাবি জানিয়েছেন,দ্রুত সরকার এসব দালালকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে এবং আটককৃতদের ফিরিয়ে আনতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

 
কুড়িগ্রাম
তারিখ ঃ ০৩-০৬-২০১৪

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top