সকল মেনু

নওয়াজের সঙ্গে স্কুল বালকের মতো ব্যবহার করেছে মোদি

 ডেস্ক রিপোর্ট : ভারত সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে স্কুল বালকের মতো ব্যবহার করেছে দেশটি। সোমবার এ মন্তব্য করেছেন পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। খবর এনডিটিভি অনলাইনের। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ নেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন নওয়াজ। কিন্তু দিল্লির হুরিয়াত কনফারেন্সের সদস্যদের সঙ্গে দেখা না করে তিনি কাশ্মীরের জনগণের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। উল্লেখ্য, দিল্লিতে বসবাসরত কাশ্মীরিদের সংগঠন হুরিয়াত কনফারেন্স। ইমারান প্রশ্ন তুলেছেন, নওয়াজ যদি ভারতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তবে কেন তিনি হুরিয়াত কনফারেন্সের সদস্যদের সঙ্গে দেখা করলেন না? এ ছাড়া মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কাশ্মীর ইস্যুতে নওয়াজ শক্ত অবস্থানও নিতে পারেননি। মোদি যা বলেছেন তিনি যেন তাই মেনে নিতে ভারতে গিয়েছিলেন!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top