সকল মেনু

কোটচাঁদপুরে চলছে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষ নিরব

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা নাকরে ব্যঙ্গের ছাতার মত গজিয়ে উঠেছে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। এসব ক্লিনিকে ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়ায় অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে আয়া, ওয়ার্ডবয়, ও মালিক নিজেরাই বিশেষজ্ঞ চিকিৎসক সেজে চিকিৎসার নামে প্রতারণা করে সাধারণ মানুষের সরলতার সুযোগে ও গ্রাম্য দালাল শ্রেনির পল্লী চিকিৎসক গণকে দিয়ে ৪০%-৫০% কমিশন দিয়ে রোগী ফুসলিয়ে ক্লিনিকে ও ডায়াগনষ্টিক সেন্টারে রোগী এনে এদের কাছ থেকে বাগিয়ে নেওয়া হয়। প্রচুর অর্থ ক্লিনিক এর ভাষায় পল্লী চিকিৎসকদের বলা হয়। পি.সি এ ব্যাপারে জেলা সিভিল সার্জন নিরব সরকারী বিধি মোতাবেক প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স ফায়ার সার্ভিস অনুমতি পত্র, পারমানবিক শক্তি কমিশনের অনুমতি পত্র, আয়কর, ভ্যাট, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা ধারী প্যাথলজীক্যাল, সার্বক্ষনিক এম.বি.বি.এস চিকিৎসক অবশ্যই থাকতে হবে এ ছাড়া ১৯৮২ সালের দ্য মেডিকেল প্রাকটিস অ্যন্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অনুযায়ী ১০ শয্যার কোন ক্লিনিকের জন্য জরুরী বিভাগে তিনজন স্থায়ী চিকিৎসক, তিনজন ডিপ্লোমা ধারী জ্যেষ্ঠ সেবিকা, তিনজন কনিষ্ঠ সেবিকা, তিনজন আয়া, তিনজন ওয়ার্ডবয়, একজন ব্যবস্থাপক, দুজন পাহারাদার, মেডিসিন, সার্জারি, গাইনি ও এ্যানেসথেসিয়া বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, এবং স্বয়ংসম্পূর্ণ অস্ত্রাপচার কক্ষ না থাকলে সেখানে কোন অস্ত্রাপচার করা যাবেনা, ১০// ওয়াল বিশিষ্ট কক্ষ ছাড়া এক্সরে করা যাবে না এমন শর্ত রয়েছে। কিন্তু এখানকার ক্লিনিক গুলোতে উল্লেখিত বিষয়ের কোনটায় নেই। নেই কোনো বিশেষজ্ঞ ডাক্তার ডিপ্লোমা নার্স। ক্লিনিকের সামনে নজর কাড়া বাহারী সাইন বোর্ডে যে সকল ডাক্তারের নাম লেখা আছে তাদেরকে কোনদিন ঐ সকল ক্লিনিকে দেখা যায় না। অপর দিকে নি¤œ মানের ঔষধ সামগ্রী ও সরকারী হাসপাতালের ঔষধ গোপনে কিনে ওটি রুমের ভিতরে গোপন বক্সে রেখে রোগিদের চিকিৎসা দেওয়া হয়। ১০ বেডের আনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূত ভাবে কোনো কোনো সময় ১৫ থেকে ২০ জন্য রোগী ভর্তি রাখা হয়। ক্লিনিকের ভিতরে অস্বাস্থ্যকার পরিবেশ ময়লা, আর্বজনায় ভর্তি থাকে। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কৃর্তপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।

সিরাজুল ইসলাম মল্লিক
ঝিনাইদহ।
০১৭১২০০৭০৭১
০২-০৬-১৪

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top