সকল মেনু

মৌলভীবাজারে অপহরণকারী আটক অপহৃত শিশু উদ্ধার

 মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকা মিরপুর বিএন স্কুলের এক চতুর্থ শ্রেণীর ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন থেকে সোমবার দুপুরে তাকে উদ্বার করেছে রেলওয়ে পুলিশ। শ্রীমঙ্গল রেলওয়ে থানা সুত্রে জানা যায়, রোববার বিকেল ৩টা থেকে নিখোজ হয় ঢাকা মিরপুর নেবী কলোনীর মাষ্টার বিল্ডীং এর বাসিন্দা প্রকৌশলী কামাল উদ্দিনের ১১বছরের ছেলে ফাহিম ফয়সল লাবিব। এ ব্যাপারে রাতেই ঢাকা মিরপুর ভাসান ট্রেক থানায় নিখুঁজের জন্য সাধারণ ডায়েরী করেন তার বাবা। সোমবার শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে খোকনে নামে একজনের সাথে একটি শিশুর সন্দেহভাজন গতিবিধি লক্ষ করে রেলওয়ে পুলিশের এক সোর্স থানায় খবর দেয়। খবরে এস আই নাছির উদ্দিন তাদের আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, খোকন(২৪) একজন অপহরনকারী। অপহরণকারী খোকন লাবিবের বাসার পাশের বস্তির বাসিন্দা। সে কৌশলে (ব্রেইন ওয়াস/ বুঝিয়ে ট্রেপে ফেলে) তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। অপহৃত লাবিব ঢাকা মিরপুর বিএন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র। এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, ঢাকা মিরপুর ভাসানট্রেক থানা পুলিশ ও পরিবারের সদস্যরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top