সকল মেনু

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত : প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক, ২জুন : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় এ মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, ‘বেঁচে থাকলে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি করা হতো।’

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘সরকার ও আমার পরিবারকে হেয় করার ষড়যন্ত্র চলছে।’ সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের আপত্তিকর বক্তব্যের পর প্রধানমন্ত্রী সোমবার এসব কথা বললেন। এর আগে সভায় দলকে সুসংঠিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের পরে এটাই আওয়ামী লীগের প্রথম যৌথ সভা। আমাদের দলকে যেমন সুসংগঠিত করতে হবে, তেমনি সরকার পরিচালনার ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিতে হবে।’
এ সময় প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদের প্রথম বাজেট নিয়ে সংসদ সদস্যদের দিক নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বাজেটের লক্ষ্য সংসংদ সদস্যরা জাতির সামনে তুলে ধরবেন। সংসদ সদস্যদের বক্তৃতা দেবার সুযোগ মূলত দু’বারই আসে। সেগুলো হলো মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ আলোচনা ও বাজেটের ওপর আলোচনা।’
তিনি বলেন, ‘ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় খুব বেশি সীমাবদ্ধতা থাকে না, কারণ তখন পার্লামেন্ট আমরা যতদিন খুশি চালাতে পারি। কিন্তু বাজেট অধিবেশনে সেই সুযোগটা খুব বেশি থাকে না। কারণ সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে। এ ছাড়া এই সময়ের মধ্যে সরকারি ছুটি থাকে। সেই সূচিটা দেখে নিয়েই বাজেট পাস করতে হয়।’
বাজেট অধিবেশনে প্রথম যিনি আলোচনা করবেন তাকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওপেনিং ব্যাটসম্যান কে হবে সেটাও আগে থেকেই ঠিক করতে হবে।’
তিনি বলেন, ‘বৈশ্বিক মন্দার মধ্যেও বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যেখানে অনেক উন্নত দেশ হোঁচট খেয়েছে সেখানে বাংলাদেশ সার্বিক দিক দিয়ে ভালো করেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top