সকল মেনু

বিশেষ পুলিশি প্রহরায় বাসায় গেলেন জেলা জজ

 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর: ভোটার তালিকায় ক্রটির কারণে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে অন্তবর্তী অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। শুনানি শেষে রোববার বিকেলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ গত ২৫ মে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ মোঃ ইব্রাহীম মিয়ার আদালত কর্তৃত জারিকৃত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছে। এর প্রতিবাদে চাঁদপুরের মুক্তিযোদ্ধাদের একটি অংশ রোববার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শণ করেছে। এসময় জজ আদালতে যাতায়তের সড়কের উপর একটি গাড়ি ফেলে রেখে কয়েক মিনিটের জন্য রাস্তায় ব্যারিকেটও দেয়া হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলামকে স্কট করে তার কার্যালয় থেকে বাসায় নিয়ে যায়।  গত ২৫ মে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দায়েরকৃত এক মামলার প্রেক্ষিতে চাঁদপুরের সহকারী সিনিয়র জজ মোঃ ইব্রাহীম মিয়া চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং এর অধীনস্ত সব ইউনিটের নির্বাচন স্থগিতের আদেশ দেয় (দেওয়ানি মোকাদ্দমা নং-৭১/২০১৪)। জানা যায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা সংসদ জেলা, উপজেলা ও দেশের বিভাগীয় শহর তথা মহানগরগুলোর মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচন কমিশন গঠন করে। সে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠানের কথা। এ নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনী তফসিল ঘোষাণা করার নিয়ম রয়েছে। হালনাগাদ ভোটার তালিকা যাচাই-বাছাই করে মৃত ও দ্বৈত ভোটারদের নাম বাদ দিয়ে একটি পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনী তফসিল ঘোষণা করার নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাকে অমান্য করে চাঁদপুর জেলা ও ৮টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভোটার তালিকা চূড়ান্ত না করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। চাঁদপুরের জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত তফসিলকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া ( পিতা মোঃ আব্দুল কাদের মিয়া, সাং-বিষ্ণুপুর, ডাকঘর : বরদিয়া, উপজেলা ও জেলা : চাঁদপুর) চাঁদপুরের সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মোকাদ্দমা দায়ের করেন। তিনি দায়েরকৃত আরজিতে উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি সঠিক নয়। নির্বাচন অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ভোটার তালিকাকে হালনাগাদ করতে হবে। কিন্তু বর্তমান ভোটার তালিকায় মৃত মুক্তিযোদ্ধাদের নাম এবং একজন মুক্তিযোদ্ধা ২টি স্থানে ভোটার হয়েছেন । জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের প্রতিদ্বন্দ্বিতাকারী ৩টি প্যানেলের মধ্যে ১টি প্যানেলের ডেপুটি কমান্ডার পদে ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল হাফিজ খান, পিতা : মৃত-আব্দুল মান্নান খান, সাং-মাদ্রাসা রোড, চাঁদপুর শহর, তিনি ২টি জায়গায় ভোটার হয়েছেন। তার চাঁদপুর সদরে ভোটার নং-৪৫৩ ও ফরিদগঞ্জ উপজেলায় ভোটার নং-৪৬৩। একজন প্রার্থী দু ’স্থানে ভোটার হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এটি আইনের পরিপন্থী। তাই আগামী ৪ জুনের নির্বাচনকে স্থগিত করে জেলার সকল উপজেলা ও জেলা ইউনিট সংসদের ভোটার তালিকা পুনরায় হালনাগাদ করে সঠিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে পুনঃ তফসিল ঘোষণা করার অনুরোধ জানান। এ প্রেক্ষিতে বাদীর আরজি অনুযায়ী আদালত এর নির্বাচন স্থগিতের পূর্বে জেলা রিটার্নিং অফিসারকে কেনো নির্বাচন স্থগিত করা যাবে না, এ মর্মে জবাব চান। সেটি সন্তোষজনক না হওয়ায় আদালত পুনরায় ভোটার তালিকা সংশোধন করে হালনাগাদ অনুযায়ী ভোটার তালিকা করে পুনঃ তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন করার আদেশ দেন এবং আগামী ৪ জুন জেলা ও চাঁদপুরের ৮টি উপজেলা ইউনিটের নির্বাচন অন্তবর্তীকালীন সময়ের জন্য স্থগিত ঘোষণা করেন। এই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করে বিবাদী পক্ষ। জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলাম শুনানি শেষে রোববার নিন্ম আদালতের আদেশ বহাল রাখেন। আর এতেই ক্ষুব্দ হয়ে উঠে মুক্তিযোদ্ধাদের একটি অংশ। চাঁদপুর জেলায় ৩,৩৪৯ জন মুক্তিযোদ্ধা ভোটার। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৫৫ জন, এতে ভোটার তালিকায় একজন নিখোঁজ, একজন মৃত এবং ১ জন দ্বৈত ভোটার রয়েছেন, মতলব উত্তর উপজেলায় ৬২৯ জন ভোটার, ঘোষিত তালিকায় মৃত ভোটারের সংখ্যা ৩১ জন, দ্বৈত ভোটার ৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় মোট ভোটার ৩৫২, মৃত ভোটার ৪ জন, হাজীগঞ্জ উপজেলায় মোট ভোটার ৪৮৩ জন, মৃত ১১ জন, দ্বৈত ২ জন, ফরিগঞ্জ উপজেলায় মোট ভোটার ৬৬০, মৃত- ৩ জন, দ্বৈত ১ জন, হাইমচর উপজেলায় মোট ভোটার ১০৫ জন, শাহ্রাস্তিতে ৩৬৮ জন, কচুয়ায় মোট ভোটার ১৯৭ জন ও মৃত-৫ জন। জেলায় ঘোষিত তফসিল অনুযায়ী হালনাগাদ ভোটার তালিকায় ৫৪ জন মৃত, ৮ জন দ্বৈত ও একজন নিখোঁজ ভোটার রয়েছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top