সকল মেনু

সিসি বিপুল ভোটে জয়ী হলেন

 ডেস্ক রিপোর্ট,৩০মে : মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। তবে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বি বামপন্থী প্রার্থী হামদিন সাবাহি। খবর বিবিসি ও আল জাজিরার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার অধিকাংশ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে দেখা গেছে, সিসি পেয়েছেন ৯৩ দশমিক তিন ভাগ ভোট। হামদিন সাবাহি পেয়েছেন মাত্র তিন ভাগ ভোট।

মিশরের নির্বাচন কমিশন আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। তবে এতে বর্তমান ফলাফলের সঙ্গে খুব বেশি পার্থক্য হবে না বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যমগুলো।

গত ২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড এ নির্বাচন বয়কট করায় ভোট কম পড়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য ভোট কম পড়ার আশঙ্কায় পূর্বনির্ধারিত দুই দিনের জায়গায় তিন দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল আসতে থাকলে উল্লাস করেন সিসির সমর্থকরা। কায়রোর রাস্তায় পতাকা নেড়ে ও গাড়ির হর্ন বাজিয়ে আনন্দ করেন তারা।

গত বছরের জুলাইয়ে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দেল ফাত্তাহ আল সিসি। এরপর আদলি মনসুরকে অন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেয় মিশরের শক্তিশালী সেনা প্রশাসন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top