সকল মেনু

আড়াই মাস পর র‌্যাবের হাতে ঘাতক স্বামী গ্রেফতার

 রংপুর অফিস: রংপুরে নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে খুন করার প্রায় আড়াই মাস পর ঘাতক স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নগরের জাহাজ কোম্পানি ন্যাশানাল ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করে রংপুর র‌্যাব-১৩। গত ১২ মার্চ সে স্ত্রীকে নিজ কক্ষে খুন করে পালিয়ে যায়। পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, নগরের কামাল কাছনা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোকরেব আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে ১২ বছর আগে বিয়ে হয় সোমার। বিয়ের পর সোমা জানতে পারেন জাহাঙ্গীর নেশাগ্রস্থ ও অন্য মেয়ের প্রতি আসক্ত। এরপর থেকে সোমাই তাদের পরিবার ও ব্যবসা দেখাশোনা করত। আর জাহাঙ্গীর নেশা করে ঘুরে বেড়াত। এসব নানা অসামাজিক কাজ থেকে বিরত থাকতে অনেকবার নিষেধ করে সোমা। কিন্তু তার কোন কথাই শুনত না। বরং তার উপর নানাভাবে নির্যাতন চালানো হত। সোমার শ্বাশুড়ি ও শ্বশুরও সোমাকে নির্যাতন করত। ১১ মার্চ রাতে স্বামী জাহাঙ্গীর স্ত্রীর সোমার কাছে নেশার টাকা দাবি করলে স্ত্রী তা দিতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পরদিন ভোরে আবারও স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে স্বামী জাহাঙ্গীর স্ত্রী সোমাকে ঘরের মধ্যে আটক করে সন্তানের সামনে দরজা বন্ধ করে মারপিট ও চাকু দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত করে স্বামী পালিয়ে যায়। এব্যাপারে সোমার ভাই শাহজাহান আলী রতন বাদি হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে সে গা ঢাকা দিয়ে ছিল। র‌্যাবের এএসপি আবুল কালাম আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জাহাঙ্গীর আলম জাহাজ কোম্পানির মোড়ে অবস্থিত ন্যাশনাল ব্যাংকে এফ ডি আর ভাঙ্গাতে আসে। র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top