সকল মেনু

চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমান্তে ১০ নৌ চাঁদাবাজকে আটক করেছে কোষ্টগার্ড

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুর-মুন্সিগঞ্জের ষাটনল ও গজারিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চালিয়ে ১০ চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুইটি ট্রলারসহ তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককতৃদের নাম পরিচয় জানা যায় নি। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম এইচ রহমান জানান, এ সীমান্ত এলাকায় একটি চক্র সক্রিয় চাঁদাবাজি করে আসছিল। গত কয়েক দিন আগেও একটি ট্রলারে তারা হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মতলব উত্তর ও মুন্সিগঞ্জের গজারিয়া থানায় বেশ কয়েকটি অভিযোগ করে ভুক্তভোগীরা। তার-ই ভিত্তিতে গত কয়েক দিন ধরে এ এলাকায় গোপন অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরাা। অবশেষে বুধবার রাতে মুন্সিগঞ্জের পাগলা এরিয়ার কোস্টগার্ড ও চাঁদপুর কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের গজারিয়া থানায় সোপর্দ করা হবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top