সকল মেনু

বোয়ালমারীতে সহকারী শিক্ষা কর্মকর্তার দুর্নীতির বিভাগীয় তদন্ত

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: জেলার বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে আনিত শিক্ষকদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) মো. মিজানুর রহমান এ তদন্ত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা রিসোর্স সেন্টারে অভিযোগকারী ২৬ জন শিক্ষক অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তার বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে লিখিত ও মৌখিক স্বাক্ষ্য দেন। এ ব্যাপারে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনেছি। অভিযোগ যাচাই বাছাই করে যথাযথ কর্তৃপক্ষকে দ্রুত জানানো হবে। উল্লেখ্য শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে গত ২৬ মে মো. ওয়াহিদুর রহমানকে প্রশাসনিক কারণ দেখিয়ে বোয়ালমারী থেকে বরিশালের মুলাদী উপজেলায় তাৎক্ষনিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top