সকল মেনু

ভারতের বিপক্ষে স্বরূপে ফিরবে বাংলাদেশ- আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী

 ক্রীড়া প্রতিবেদক : কঠোর পরিশ্রম করছে জাতীয় দলের ক্রিকেটাররা, জানালেন দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। সোহাগ গাজী জানিয়েছেন বোলিং এ বৈচিত্র্য আনছেন এবং নতুন কিছু ডেলিভারি শিখছেন যাতে তিনি সাফল্য পাবেন। অন্যদিকে আব্দুর রাজ্জাক বলছেন, ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি এবং তার বিশ্বাস দ্রুত সাফল্য পাবে টিম বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মেঘলা আবহাওয়াতেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। বুধবার অনুশীলন শেষে রাজ্জাক বলেন, ‘আমার যা যা করার সবই করছি। সব সময়ই চেষ্টা করি। কখনো সফল হই, কখনো না। না হলে আর কখনো সফল হবো না বা ছেড়ে দিলাম এমন না। আমার মনে হয় ইতিবাচক থাকলেই ভালো হবে।’

অন্যদিকে স্পিনার সোহাগ গাজী বলেন, ‘বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছি। কাজ করছি, আশা করছি দিন দিন উন্নতি হবে। কী ভুল হয়েছে, কী করলে ভালো হতো, এসব নিয়ে অনেক ভেবেছি। উন্নতি করতে হলে আর যা করতে হবে, সেগুলো নিয়ে এখন কাজ করছি।’
আত্মবিশ্বাসী কন্ঠে সোহাগ গাজী আরও বলেন, ‘বোলিংয়ে জায়গা পরিবর্তন করার চেষ্টা করছি। ভারতের সঙ্গে সিরিজ আছে তারাও বিশ্লেষণ করবে। তাই আমার আরো পরিবর্তন আনতে হবে। নতুন কিছু করার চেষ্টা করতে হবে।’
তবে অভিজ্ঞ ও সিনিয়র স্পিনার রাজ্জাক বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টিতে হিসেবি বোলিং গুরুত্বপূর্ণ। এক দিকে রান বেধে রাখলে অন্য প্রান্তে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে।’
ভারতের বিপক্ষে ভালো করতে হলে জাতীয় দলের এই স্পিনারকের অবশ্যই পারফর্ম করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top