সকল মেনু

বোয়ালমারীর দুর্নীতিবাজ সহকারী শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানকে বরিশাল জেলাধীন মুলাদি উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ২২ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে তাকে তাংক্ষনিক অবমুক্তির (স্ট্যান্ড রিলিজ) দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সম্প্রতি বোয়ালমারীতে কর্মরত থাকা অবস্থায় এটিইও ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। এ বিষয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। গত ১২ মে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত শিক্ষকেরা ওই কর্মকর্তার অপসারণ চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়। গতকাল রোববার (২৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) হাসান খসরু স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। অফিসের নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে অত্র অফিসের মনিটরিং কর্মকর্তা মিহির চক্রবর্তি বলেন, আমরা শুনেছি কিন্তু কোন চিঠি এখনও হাতে পায়নি। ইমেইল পরীক্ষা করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় দেখা সম্ভব হয়নি। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভুপতি মোহন বালা বলেন, আমি লোক মুখে শুনেছি। কিন্তু এখনও কোন চিঠি পায়নি। সাক্ষাতকার নেওয়ার সময় (বিকেল ৫টা)। এ ব্যাপারে ওই সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. ওয়াহিদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি স্টান্ড রিলিজের কথা অস্বীকার করে জানান, তাকে বদলি করা হয়েছে। এ দিকে ওই কর্মকর্তা বদলি ঠেকাতে ডিজি অফিসে তদবির শুরু করেছেন। ফরিদপুরের সাবেক এক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা এ তদবিরের অগ্রভাগে আছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top