সকল মেনু

ময়মনসিংহের ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুলজয়ন্তী

 ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে নজরুল মঞ্চে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে রোববার থেকে তিন দিনব্যাপী ১১৫তম নজরুলজয়ন্তী অনুষ্ঠিত হবে।  ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে রোববার বেলা পৌনে ১১টায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান, সাবেক সাংসদ রেজা আলী, কবি মুহাম্মদ নূরুল হুদা, সংস্কৃতিবিষয়ক সচিব রণজিৎ কুমার বিশ্বাস ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বক্তব্য রাখবেন। একই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত-উল-আলমের সভাপতিত্বে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, অগ্রণী ব্যাংকের পরিচালক এ কে এম গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাসার বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top