সকল মেনু

জবিতে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা

 জবি প্রতিবেদক :  ‘বিতর্কে শানিত চৈতন্য’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা চলছে।

রোববার সকাল ১০ টায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।দুই দিনব্যাপী ১১ তম এ কর্মশালায় বাংলাদেশর জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার নির্দেশক রুবাইয়াত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও আরটিভির সঞ্চালক এস এম শামিম রেজা প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। এবারের কর্মশালায় নবীনদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।বিতর্ক কর্মশালার সমাপনী দিনে রম্য, বারোয়ারী, ক্যারিয়ার নির্মাণের বিতর্ক, শুদ্ধ উচ্চারণ ও বাচন ভঙ্গিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top