সকল মেনু

ভারতের চেয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকব : আনামুল

 ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নিয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। বিসিএলের ফাইনাল শেষ হয় ১২ মে। এরপর ছুটিতে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার আবারো ব্যাট-বল নিয়ে মাঠে নামবে তারা।হোম সিরিজের প্রস্তুতি নিতেই ক্যাম্পে যোগ দিচ্ছে তারা। আগামী ১৩ জুন ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। জাতীয় দলের অন্যান্য তারকারা ছুটিতে থাকলেও ব্যস্ত ছিলেন ওপেনার আনামুল হক বিজয়।  ওয়ালটন রেফ্রিজেরাটর ইউনিভার্সিটি চ্যালেঞ্জ কাপে বেসরকারী বিশ্ববিদ্যালয় এআইইউবির হয়ে মাঠে নামেন আনামুল হক বিজয়। সবাইকে চমকে দিয়ে ফাইনাল সহ খেলেছেন ৪টি ম্যাচ। ব্যাটে-বলে রানও করেছেন তিনি। ভারতের বিপক্ষে ভালো করার প্রত্যয় নিয়ে সোমবার বিজয়ও মাঠে নামছেন। পুরো সিরিজ নিয়ে বিজয়ের পরিকল্পনা জানতে চাইলে বিজয় বলেন, ‘ভালো কয়েকটি ইনিংস খেলার ইচ্ছে আছে। ইনিংসের শুরুটা ভালো করলে সেই ইনিংসগুলো বড় করার চেষ্টা করবো। নিজের মাঠে খেলা। ভালো করার সুযোগ আছে। সেই সুযোগটিকে কাজে লাগাতে হবে।’ বিজয় আরও বলেন, ‘সামনে আমাদের অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ আছে। অনেকদিন অনুশীলনের সুযোগ আছে। ফ্ল্যাড লাইটেও আমাদের প্র্যাকটিস হবে। আশা করছি বেশ ভালো একটা প্রস্তুতি হবে।’

নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে সম্পর্কে বেশি কিছু জানেন না বিজয়, ‘সেভাবে কোচ সম্পর্কে বেশি কিছু জানিনা। শুনেছি বেশ হাইপ্রোফাইলের কোচ। আশা করছি আমরা খুব সহজেই তার সাথে মানিয়ে নিতে পারবো।’

ভারতীয় ক্রিকেট দল আইপিএল খেলে আসছে। দলটির প্রস্তুতি বেশ ভালো। কিন্তু খেলার মধ্যে না থাকা বাংলাদেশ কি পিছিয়ে রইল! মানতে নারাজ বিজয়।

এ নিয়ে তিনি বলেন, ‘এভাবে চিন্তা করলে হবে না। আমাদেরকে বড় চিন্তা করতে হবে। আমরা অনেক প্রতিকূল সময়ের মধ্যেও ভালো খেলে এসেছি। আমাদের চিন্তাটা ভালো এবং বড় করতে হবে। তাহলে অনেক পজিশন থেকে আমরা এগিয়ে থাকবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top