সকল মেনু

২০১৫ সালের মধ্যে ৪শ’ উপজেলায় ফাইবার অপটিক ইন্টারনেট

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: দেশের প্রায় চারশ উপজেলায় ২০১৫ সালের মধ্যে ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটির গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে আয়োজিত বিডিনগ সম্মেলনে তিনি এ কথা জানান।

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে দ্রুত মোবাইল ইন্টারনেটের মাধ্যমে উন্নতি করে যাচ্ছে। সরকার দেশে থ্রিজি সুবিধা চালু করেছে। শেখ হাসিনা তথ্যপ্রযুক্তি খাতে তার রূপকল্প বাস্তবায়নের জন্য নতুন নতুন চিন্তা-ভাবনার উদ্ভাবন করছেন। গত পাঁচ বছরে তার পলিসি সাপোর্টের মাধ্যমে বাংলাদেশ এখন অন্য দেশের মডেলে পরিণত হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে যখন বর্তমান সরকার ক্ষমতায় আসেন তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৩ শতাংশ। এখন তা ৮ শতাংশে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা চার কোটিরও বেশি। ‘ইন্টারনেট বিকাশ কর, উন্নতি কর, আপত্তিকর বিষয় বন্ধ কর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘ফাইবার অপটিক্যাল দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ইন্টারনেট সুবিধা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি একটি কাঁচের তৈরি ঘরের মতো। একটি কাঁচের মধ্যে থাকা সব কিছুই যেমন স্পষ্ট দেখা যায় ঠিক তেমনি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র ও মানুষদের কাছে সহজে পৌঁছানো যায়।’

তিনি আরও বলেন, ‘দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করতে এর সঙ্গে সংশ্লিষ্ট বিষেশজ্ঞদের প্রয়োজন রয়েছে। সফটওয়্যার ডিজাইনার, নেট ব্যবহারকারী ও নেটওয়ার্ক কন্ট্রোলারদেরও সচেতনতার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, গুজব, ধর্ম ও রাষ্ট্র নিয়ে অপপ্রচার, নারীদের নিয়ে অবমাননাকর কথা, কারো ব্যক্তিত্বে হানা ইত্যাদি বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বক্তব্য শেষে দেশের অভ্যন্তরীণ ট্রাস্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ করা বিডিনগের পক্ষে সুমন আহমেদ সবির এবং এপনিকের পক্ষে পল উইলসন একটি সহযোগী চুক্তি স্বাক্ষর করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top