সকল মেনু

উপজেলা নির্বাচনে তিনটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া

 ইকবাল হোসেন, রংপুর: রংপুরের  ৪ উপজেলার নির্বাচনে তিনটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সমর্থকদের মধ্যে ভোটার স্লিপ ও টাকা বিতরণে পাল্টা পাল্টি অভিযোগ নিয়ে কাউনিয়া উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।  এদিকে নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে রংপুর সদর উপজেলায়  বিএনপি’র বিদ্রোহি প্রার্থী মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বিকেলে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে নির্বাছন কর্মকর্তারা জানিয়েছেন। শেষ দফায় রংপুরের ৮ উপজেলার মধ্যে ৪ উপজেলার নির্বাচন চলছে। ৪ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। মোট ভোটকেন্দ্র ২৮৭টি। এর মধ্যে ৬০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। ৪ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ২৫জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন। তবে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি অনেক কম ছিল। নির্বাচনকে ঘিরে সদর উপজেলায় নির্বাচন বিধি লংঘনের অপরাধে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি প্রার্থী ফারুক মিয়া অভিযোগ করেছে তার এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়ার। কাউনিয়া উপজেলার পাটোয়ারীটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও ঠাকুরদাস সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার স্লিপ ও টাকা বিতরনে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল ইসলাম মায়া ও বিএনপি প্রার্থী মাহফুজার রহমান মিঠু সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুলাল মিয়া, পাগলু চন্দ্র, রফিক, ছালাম, মোস্তফা, জব্বারসহ অনন্ত ১৫ জন আহত হয়েছে। তবে এসব ঘটনায় ভোট গ্রহণ ছিল স্বাভাবিক। তবে দুপ্রার্থীই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।  ৪ উপজেলায় ভোটকেন্দ্রে ২৮৭ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৭০ জন পোলিং অফিসার নিযুক্ত করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে ৪ জন সিনিয়র ম্যাজিষ্ট্রেট ও ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছে। এছাড়া পর্যাপ্ত অস্ত্রধারী পুলিশ, আনসার, বিজিবি ও স্টাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রংপুর পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, নির্বাচন শান্তিপুর্নভাবে হচ্ছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সরকার মোঃ আশরাফুল আলম জানান, বিচ্ছিন্ন দুএকটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপুর্নভাবে চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top