সকল মেনু

বোয়ালমারীতে আ’লীগ ও যুবলীগ নেতার পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: উপজেলার চতুল ইউনিয়ন আ’লীগের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্যা ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মো. ওহিদুর রহমান পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় প্রেসক্লাবে রবিবার সন্ধ্যায় ও সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করেন। আ’লীগ নেতা রাজ্জাক মোল্যা তার লিখিত বক্তব্যে জানান, ওহিদুর রহমানের কাছে আমি দশ লাখ টাকা পাই। এই টাকা আমি তার কাছে ফেরত চাওয়ার কারণে বোয়ালমারী থানার এসআই এসএম রায়হানকে দিয়ে ১৬ মে শুক্রবার রাতে থানার পাশে ডেকে নিয়ে আমাকে লাঞ্ছিত করে। এরই প্রেক্ষিতে যুবলীগ নেতা সোমবার দুপুরে পাল্টা সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, রাজ্জাক মোল্যার কাছে আমার পাওনা ৫ লাখ ৫০ হাজার টাকা ফেরত চাইলে সে আমাকে বিভিন্ন হুমকি দেয়।এলাকা বাসীর সাথে কথা বলে জানাযায় আব্দুর রাজ্জাক মোল্যা দীর্ঘদিন দুবাইতে আদম ব্যাবসার সাথে জড়িত থাকায় এলাকার বেকার যুবক ও মহিলাদের উচ্চ বেতনে কাজ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভালো কাজের নামে অনৈতিক ও অসামাজিক কাজ করাতো। আব্দুর রাজ্জাক মোল্যার থাবায় ক্ষতিগ্রস্ত বাইখীর এলাকার মো. জামাল শেখ, মোহাম্মাদ উলফাত খান, মো. আহাদ সেখ, মো. সিরাজ সেখ, ধোপাপাড়ার মো. নাসির সেখ, সহ আরও অনেকে সর্বস্ব হারিয়েছেন। মো. ওহিদুর রহমান তাদেরই একজন। ২০০৯ সালের এপ্রিলে উচ্চ বেতনের কথা বলে দুবাইতে নিয়ে খাবার থেকে শুরু করে অমানবিক নির্যাতন করলে সেই বছরেই আরব আমিরাতের পুলিশের সহায়তায় দেশে ফিরে আশে ওহিদ। দেশে ফিরে তার বেতন ও পাওনা টাকার জন্য আব্দুর রাজ্জাক মোল্যা কে এলাকাবাসীর সহায়তায় চাপ দিলে শুরু হয় উভয়ের দন্দ। এদিকে স্থানীয় সূত্রে জানাযায়, এলাকার এক বিধবার সাথে অনৈতিক কার্য্যকলাপে জনতার হাতে ধরা পড়ে পাঁচ লক্ষ টাকায় বিষটি ধামাচাপা দেয় রাজ্জাক। একজন বহিস্কৃত আ’লীগ নেতার ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে এই রাজ্জাক। টাকার গরমে উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মো. ওহিদুর রহমান সহ এলাকার বিভিন্ন লোক কে হয়রানির অভিযোগ রয়েছে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। চলতি মাসের ১৫ তারিখে স্থানীয় বাইখীর চৌরাস্তা বাজারে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে উল্টা-পাল্টা কথা বললে   বিষয়টি বোয়ালমারী থানার এসআই এসএম রায়হানকে জানালে শুক্রবার তিনি এ ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য রাজ্জাক মোল্যাকে তার সাথে দেখা করার কথা বলেন। ঐদিন সন্ধ্যায় রাজ্জাক মোল্যা এসআই রায়হানের সাথে বোয়ালমারী বাজারের সালামিয়া আর্ট প্রেসের সামনে তার সাথে দেখা বিষয় জানতে চাইলে জনসমুক্ষে আব্দুর রাজ্জাক মোল্যা উত্তেজিত হয়ে পুলিশ প্রসাশন কে উদ্দেশ্য করে অশ্বালীণ কথাবাত্রা বলতে থাকে। একপর্যায়ে  এসআই এসএম রায়হান তাকে থামানোর চেষ্টা করলে তার সাথে বাকবিতন্ডা হয়। এসময় বেশ কিছু লোক জন উপস্থিত হলে সকলেই তাকে (রাজ্জাক মোল্যা) পাগল বলে আক্ষায়িত করে পরিস্থিতি শান্ত কারার চেষ্টা করে। এ ব্যাপারে এসআই রায়হান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন কে জানান হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন চললেও কোন পক্ষই মামলা করেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top