সকল মেনু

ফরিদপুরে স্কুল ভবনের বারান্দা ভেঙ্গে দুই শিক্ষার্থী আহত

 শেখ মনির হোসেন,ফরিদপুর, ১৭ মে:  ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেঙ্গে পড়া বারান্দায় চাপা পড়ে গুরুতর আহত হয়েছে দুই শিক্ষার্থী। আজ শনিবার দুপুরে স্কুল চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। এতে ওই স্কুলের তৃতীয় শ্রেণীর আমিনুর রহমান সুজন ও দ্বিতীয় শ্রেণীর জাবের হোসেন আহত হয়।জানা গেছে, কয়েকদিন আগে ঝড়ে ওই ভবনের বারান্দার টিনের চাল উড়ে যায় ও পিলারগুলো নড়বড়ে হয়ে যায়। আজ দুপুরে স্কুলের শিক্ষার্থীরা ওই ক্ষতিগ্রস্থ বারান্দায় পাশ দিয়ে বাথরুমে যাওয়ায় সময় প্রচন্ড শব্দে ক্ষতিগ্রস্থ চালসহ বারান্দার পিলারগুলো ভেঙ্গে পড়ে। এ সময় পিলারের নিচে চাপা পড়ে আমিনুর রহমান সুজন। এতে তার একটি পা ভেঙ্গে যায়। টিনের আঘাতে জাবের হোসেন আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অভিভাবকরা বাড়িতে নিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top