সকল মেনু

মানবিকতার দৃষ্টিতে এগিয়ে আসুন

 এস এন ,ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম: নাম জামশেদ(১৭), দরিদ্র পরিবারে জন্ম তাই কোন ভাবে দু‘বেলা দু‘মুঠো খেয়ে পড়ে কোন ভাবে জিবন কাটিয়েছে। পড়ালেখা করার কোন সুযোগই হয়নি তার। পরিবারে সকলের বড় হওয়ায় ছো বেলায়ই চায়ের দোকান কিংবা হেটেলে চাকুরীর মাধ্যেমে পরিশ্রম করেই চালাতো সংসার। পরবর্তীতে রিক্সা, অটো  রিক্সা, ভটবটির মতো তিন চাকার গাড়িই হয় তার একমাত্র উপর্জানের মাধ্যম। কিন্ত কে জানতো ভাগ্য তাকে আজ এই অবস্থানে নিয়ে আসবে কেড়ে নিবে তার পা। গত কয়েকমাস পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া নামক স্থানে একটি কার্ভাড ভ্যান কেড়ে নেয় জামশেদের স্বপ্ন। ভাগ্যের নির্মম পরিহাসে আজ পা হারাতে বসেছে জামশেদ। গত ৬ মাস যাবৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অথোপেটিকস বিভাগে চিকিৎসার জন্য পড়ে আছেন। চিকিৎসার আশায় পড়ে থাকলেও টাকার অভাবে চিকিৎসা না পেয়ে পঙ্গু হবার পথে ছেলেটি। কিছু দিন পূর্বে গ্রামের কয়েকজন মানুষ এগিয়ে এসে চাঁদা তুলে চিকিৎসার জন্য কিছু খরচ জোগালেও বর্তমানে তার খোঁজ কেহই রাখেন না । তাই প্রতিদিন দু‘বেলা খাবার টাকাও নেই হতভাগার হাতে। গতকাল হাসপাতালে তাকে দেখতে গেলে তার মা রাফেলা বেগমের বুকফাটা আর্তনাদে হাসপাতালের আকাশ বাতাস বারি হয়ে উঠে। বর্তমানে এই মানুষ গুলোর একমাত্র ভরসা পরম করুনাম আল্লাহই। তাই কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে এসে ছেলেটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে হয়তো তার চিকিৎসা ভার গ্রহনের উচিলায়  যেকোন বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনিও। তাই মানবিকতার দৃষ্টিতে এগিয়ে আসুন ছেলেটির পাশে । তার পাশে এখন রয়েছেন তার মা তার মায়ের সাথে ০১৮৫৩-২৪৪০৫৮ এই  নাম্বারে  যোগাযোগ করে আপনি আপনার সাহয্য সহযোগিতা পাঠাতে পাড়েন। উল্লেখ্য জামশেদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের তারাপুষ্কুরনী গ্রামের সেলায়মান মিয়ার ছেলে।
সংবাদটি প্রকাশ করে ছেলেটির চিকিৎসার কাজে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top