সকল মেনু

ফরিদ সিদ্দিকীকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী মুজিবুল হক

 এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অসুস্থ্য ফরিদ উদ্দিন সিদ্দিকীকে ঢাকার পপুলার হাসপাতালে দেখতে গিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি। রাত সাড়ে ৭টায় মন্ত্রী পপুলার হাসপাতালের ৬৩৭ নম্বর কেভিনে তাকে দেখতে যান। এসময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার(অবঃ) জালাল উদ্দীন, কুমিল্লা জেলা যুবলীগের প্রস্তাবিত আহব্বায়ক জাহাঙ্গীর আলম রতন, আওয়ামীলীগ নেতা নরুর রহমান মাহমুদ তানিম, মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।সাংস্কৃতিক অঙ্গনে নিবেদিতপ্রাণ এ সংগঠকের শরীরে গ্লোকজ কমে যাওয়ায় গত ১১ মে তাকে প্রথমে কুমিল্লার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান করার পর তিনি ব্রেন টিউমারে আক্রান্ত বলে চিকিৎসকরা সন্দেহ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত পপুলার হাসপাতালে নেয়া হয়। সেখানে এমআরআই পরীক্ষা করার পর চিকিৎসকরা নিশ্চিত হন ফরিদ উদ্দিন সিদ্দিকী ব্রেন টিউমারে আক্রান্ত। পারিবারিক সূত্র জানায়, সাংস্কৃতিক কর্মী ফরিদ উদ্দিন সিদ্দিকী চিকিৎসার জন্য শুক্রবার অস্ত্রপাচার হবে। অসুস্থ ফরিদ উদ্দিন সিদ্দিকী কুমিল্লার আপামর জনসাধারণ ও সাংস্কৃতিক কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top