সকল মেনু

ফখরুলের জামিন ১৭ জুন পর্যন্ত

 আদালত প্রতিবেদক: রাজধানীর বাংলামটরে আগুনে পুলিশ হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আগামী ১৭ জুন পর্যন্ত বর্ধিত করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এই জামিন বর্ধিত করেন। অন্যদিকে একই আদালত রাজধানীর পরিবাগে বাসে আগুনে মানুষ পুড়িয়ে হত্যার আরেক মামলায় মির্জা ফখরুলের হাজিরা মঞ্জুর করেন। মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ও হত্যা সংক্রান্ত পৃথক দুটি মামলা রমনা থানায় দায়ের করা হয়। মামলা দুটির একটি গত বছরের ২৪ ডিসেম্বর বাংলামটরে পুলিশের রিকুইজিশন করা বাসে পেট্রোল বোমা হামলায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল পুড়ে মারা যায়। এই মামলায় হাইকোর্ট মির্জা ফখরুল গত ১৬ ফেব্রুয়ারি ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। পরে গতকাল জামিনের আবেদন করলে আগামী ১৭ জুন ধার্য তারিখ পর্যন্ত জামিন বাড়ানোর আদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top