সকল মেনু

ফরিদপুরে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিউনার কর্মসূচির উদ্বোধন

 শেখ মনির হোসেন,ফরিদপুর, ১১ মে: ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিউনার কর্মসূচীর উদ্বোধন করা হয়। ডাক টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফরিদপুরের জেলা প্রশাসকের সঙ্গে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় জেলা প্রশাসক প্রতিমন্ত্রীকে জানান, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৬ টি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং দেড় শতাধিক ফিল্যান্সার এতে অংশ নিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ফ্রি ল্যান্সাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top