সকল মেনু

নূর হোসেনের গাড়ি চালকসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি,১১ মে: নারায়ণগঞ্জের সাতখুনের আসামি নূর হোসেনের গাড়ির চালক মহিবুল্লাহ  ও তার শ্যালক সম্রাটকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে সেনবাগ থানা পুলিশে সহায়তায় নারায়ণগঞ্জ পুলিশের একটি দল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের উত্তর লাউতলী গ্রামের ছেরাজুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে নারায়ণগঞ্জের পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।

রসুলপুর ইউনয়িনের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘সেনবাগ ও নারায়ণগঞ্জ পুলিশের একটি দল ছেরাজুল হকের বাড়ি থেকে  দুজনকে ধরে নিয়ে গেছে। তবে তাদের কি অপরাধে আটক করা হয়েছে তা আমি জানি না।’

স্থানীয়রা জানান, মাসুদের বাড়ি নারায়নগঞ্জে। তিনি সেনবাগের লাউতলী গ্রামের ছেরাজুর হকের মেয়েকে বিয়ে করেন। আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় পুলিশের ধড়পাকড় শুরু করলে মাসুদ শ্বশুর বাড়িতে আশ্রয় নেন।

আটকের পর পুলিশ তাদের নারায়নগঞ্জে নিয়ে গেছে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘নারায়নগঞ্জের সিআইডি পুলিশের একজন এএসপির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।’

তবে আটককৃতরা কি ধরনের অপরাধের সঙ্গে জড়িত তা তিনি বলতে পারেননি।

নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফ বলেন, ‘নারায়ণগঞ্জে সাতখুনের ঘটনায় দুজনকে বেগমগঞ্জ থেকে আটক করা হয়েছে বলে শুনেছি। এর বেশি আমি কিছু জানি না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top