সকল মেনু

ঝিনাইদহে প্রযুক্তি আইন বিষয়ে মত বিনিময় সভা

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ):  ঝিনাইদহে দেশব্যাপী ‘সাইবার নিরাপত্তা’ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনা বৃদ্ধি মুলক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। মত বিনিময় সভায় জেলা প্রশাসনক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বিল্লাল হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব এনআই খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ রফিকুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এর কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা, দেশব্যাপী ‘সাইবার নিরাপত্তা’ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সকলকে সচেতন হবার আহবান জানান। সাথে সাথে সাইবার ক্রাইম যাতে না ঘটে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সকলকে দক্ষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top