সকল মেনু

চা বাগানে পাহাড় ধ্বসে একই পরিবারের তিন জনের মৃত্যু

 এম শাহজাহান আহমদ,মৌলভীবাজার,১০মে: মৌলভীবাজারের বড়লেখায় টিলা ধসে স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশুকণ্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার শাহবাজপুর চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টায় বড়লেখা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হচ্ছে, চা শ্রমিক রাজেশ (৩৫), তার স্ত্রী মঞ্জুশ্রী (২২) ও একবছরের শিশু কন্যা শীমা। টানা বর্ষন ও পাহাড়ি ঢলে জলাবদ্ধা সৃষ্টি হওয়ায় টিলা ধসের ঘটনা ঘটলো। এই দুর্ঘটনার জন্য বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বাগান কর্তৃপক্ষকে দায়ি করেছেন। আজিজুল হকের মতে কর্তপক্ষের অবহেলার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে বাগান কর্তৃপক্ষ নিহতের স্বজনের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে হুইপ মো. শাহাব উদ্দিন এবং বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তার ক্ষতিগ্রস্থদের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। বর্ষার শুরুতেই জলাবদ্ধতা বড়লেখায় টানা ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্ষার শুরুতেই যেন ভয়াবহ বন্যার দৃশ্য দেখলেন এলাকাবাসী। উপজেলার কাঁঠালতলী এলাকায় ও বড়লেখা পৌর এলাকার উত্তর চৌমুহনী এবং ডিগ্রী কলেজ এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের কাঁঠালতলী ও বড়লেখা-শাহবাজপুর সিএন্ডবি সড়কের উত্তর চৌমুহনী ও ডিগ্রি কলেজ এলাকার ওপর দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হচ্ছে। বড়লেখা ডিগ্রি কলেজ এলাকার অধিকাংশ দোকান পাটের সামনে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে। বড়লেখা ডিগ্রি কলেজের মাঠটিও পানিতে ডুবে গেছে। এছাড়া ওই এলাকার অনেক বাসায় হাঁটু পরিমান জল দেখা যায়। এ জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। সকাল ১১টা বিকেল ৩টা পর্যন্ত মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে আসা শত শত গাড়ির দীর্ঘলাইন ছিল কাঁঠালতলীর নিকড়ি ব্রিজ এলাকায় এবং বড়লেখা ডিগ্রি কলেজ এলাকয়ও শত শত গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। পানিতে আটকে অনেক গাড়ি বিকল হতে দেখা গেছে। বিশেষ করে ছোট-ছোট গাড়ি গুলো পানির মধ্যে আটকে নষ্ট হয়ে যায়। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ বর্ষণে পানির নিচে তলিয়ে গিয়েছিল বড়লেখার পৌর এলাকার অধিকাংশ রাস্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top