সকল মেনু

বোকো হারাম ইসলামের অপব্যবহার করছে : মালালা

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১০ মে : পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছেন, চরমপন্থী ইসলামি সংগঠন বোকো হারাম ইসলামের লেবাস পরে ধর্মের অপব্যবহার করছে। তিনি আরো বলেন, তাদের (বোকো হারাম) ইসলাম সম্পর্কে ভালোভাবে জানা উচিত। পড়াশোনা করার অপরাধে তিন সপ্তাহ আগে নাইজেরিয়ার তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে ইসলামভিত্তিক এ জঙ্গি সংগঠন। এর মধ্যে ৫৩ জন পালিয়ে আসতে পেরেছে। এখনো আটক আছে ২৭৬ জন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেছে, ‘আমার ধারণা, তারা এখনো ইসলাম ধর্ম ভালোভাবে অধ্যয়ন করেনি, এখনো কোরআন শরিফ পড়েনি। তাদের ভালোমতো ইসলাম সম্পর্কে জানা উচিত।’ তিনি আরো বলেন, ‘তারা ইসলামের নাম ব্যবহার করে এর অপব্যবহার করছে, কেননা তারা ভুলে গেছে ইসলাম শব্দের অর্থ শান্তি।’

মালালা আরো বলেন, ‘তাদের উচিত ওই কিশোরীদের নিজের বোনের মতো মনে করা। কীভাবে কেউ নিজের বোনকে এভাবে আটকে রেখে এমন আচরণ করে?’

মালালা বিবিসির আরেক সাক্ষাৎকারে বলেন, ‘সবার উচিৎ এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্দে কথা বলা।’

তথ্যসূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top