সকল মেনু

সৈয়দপুরে ইরি-বোরোর বাম্পার ফলনের সম্ভাবণা

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ০৯ মে: নীলফামারীর সৈয়দপুর উপজেলার দিগন্ত বিস্তৃত মাঠ এখন সোনালী সমারোহ। সৈয়দপুরের কৃষি জমিতে ধানগাছের বুক চিরে যে সোনালী স্বপ্নে প্রতিক ধানের শীষগুলো বেড়িয়ে এসেছে তা দেখে কৃষকদের মনে আনন্দের জোয়ার ভাসছে। মৃদু বাতাসের দোলায় কৃষকের ক্লান্তিকে মিলিয়ে দিতে বোরো ধানের সোনালী শীষের ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে সবার। বিদ্যুৎ, ডিজেল সংকট কাটিয়ে, মৌসুমী আবহাওয়ার অনুকুল পরিবেশ থাকায় এ উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলার পৌরসভাসহ ৫টি ইউনিয়নে ইরি- বোরো আবাদ হয়েছে হাইব্রিড ১ হাজার ৫০ হেক্টর এবং উফসী ৫ হাজার ৮শ’ হেক্টর মলে মোট ৬ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমতে। উপজেলা কৃষি অফিসার হোমায়রা মন্ডল জানান, ভালো আবহাওয়া, সার, বীজ, কীটনাশকের প্রাপ্যতা, মাঠ পর্যায়ের কৃষি বিভাগের লোকজনের তৎপরতা ও বিশেষ করে নন-ইউরিয়া সারের দাম কম হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন। উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার কৃষক আমিনুর রহমান, বোতলাগাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কৃষক আকবর আলী জানান, বিদ্যুৎ- ডিজেল সংকট কাটিয়েছি, বোরো ধানের রোগ প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করায় বাম্পার ফলন হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে কাটা- মাড়াই শুরু হবে। এখন যদি মৌসুমী আবহাওয়া বাকি দিন কয়েক অনুকুলে থাকে তাহলে ইরি- বোরো ফসলের বাম্পার ফলন ঘরে তোলার আশা করছেন কৃষকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top