সকল মেনু

মৌলভীবাজারে পুলিশের ধাওয়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে  ইরপান উল্লা(৭০) নামে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাদনীঘাট ইউপির গজীমারা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানায়, ইরফান উল্লার ছেলে দুবাই প্রবাসী মন্নাফ মিয়া গ্রামের বাড়িতে ১ জন স্ত্রী ও দুবাইয়ে নরসিংদীর বাসিন্দা ১জন স্ত্রী রয়েছেন। গত সপ্তাহে প্রবাসী স্ত্রীসহ তার ২ ছেলে সন্তানকে খাতনা করার জন্য দেশে নিয়ে আসেন। মঙ্গলবার এ নিয়ে ১ম স্ত্রীর সাথে ঝগড়া হওয়ায় তিনি স্বামী,দেবর ও সতীনকে অভিযুক্ত করে মৌলভীবাজার থানায় ১ টি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ মন্নাফকে ২৫০ শয্যা হাসপাতাল থেকে আটক করে জেল হাজতে প্রেরন করে। বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার থানার এস আই আমিনুল ইসলাম পুনরায় ঘটনাস্থলে যান। এ সময় বাসায় চা পানরত ইরফান মিয়া পুলিশ দেখে আটকের ভয়ে বাড়ীর পাশ্ববর্তি রাবার বাগানের দিকে দৌড় দিলে পুলিশ তাকে ধাওয়া করে ফিরে যায়। বৃহস্পতিবার সকালে রাবার গাছের মধ্যে আহত ও রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মবিন মিয়া ও নিহতের ছেলে বারিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের মানুষ ভাই পুলিশের ভয়ে দৌড়ে গিয়ে রাবার বাগানের কাটাতারের পিলারের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে এ ঘটনা ঘটে। এস আই আমিনুল ইসলাম জানান, মামলায় আটক মন্নাফ তার পিতার মৃত্যুতে বৃহস্পতিবার জামিন পেয়েছে, তবে এ মামলায় ইরফান মিয়া অভিযুক্ত নয় এবং ধাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top