সকল মেনু

চাকুরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

 শেখ মনির হোসেন,ফরিদপুর, ৮ মে: সরকারি চাকুরিতে প্রবেশের সয়সসীমা বৃদ্ধির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র পরিষদ।আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন এস এম রানা হামিদ, সাদিকুর রহমান, তন্মম মুখার্জী প্রমুখ। বক্তারা বলেন, প্রচলিত নিয়মানুসারে ২৩ বছরে শিক্ষা জীবন শেষ হওয়ার কথা থাকলেও সেসনজট সহ নানা কারনে শিক্ষা জীবন শেষ করতে সময় লাগে ২৭ থেকে ২৮ বছর। এদিকে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর হওয়ায় চাকুরিতে প্রবেশে মাত্র ২ বছর সময় থাকে। এ সময়ের মধ্যে অনেকেই যোগ্যতা থাকা স্বত্তেও বয়সের কারনে সরকারি চাকুরিতে প্রবেশের সুযোগ পায় না। বক্তারা বাস্তবতার নিরিক্ষে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top