সকল মেনু

জামালপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

 ফজলে এলাহী মাকাম: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক মেজবাহ উদ্দিন শাকিল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার মুজাহিদ, কাউসার আহাম্মেদ, রেহমান আরিফ, রবিন সরকার, মহিউদ্দিন সৈকত প্রমুখ। বক্তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ শিক্ষার্থীদের ৩৫ বছর ও বীর মুক্তিযোদ্ধা সন্তানসহ অন্যান্যদের আনুপাতিকহারে বৃদ্ধির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সবুজ মাহমুদ, অলি আহাম্মেদ, অন্তর, মীমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এদিকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় জামালপুরেও গণস্বাক্ষর চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top