সকল মেনু

সাতক্ষীরায় সংঘর্ষে জামায়াত নেতা নিহত

জেলা প্রতিবেদক, সাতক্ষীরা, ৭ মে : জেলার কালীগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে মাওলানা আশরাফুল ইসলাম (৩৭) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার ভদ্রখালী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জামায়াত নেতা কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাদপুর দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, মাওলানা আশরাফুল ইসলাম দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। মঙ্গলবার তিনি দেশে ফেরেন। রাতে ভদ্রখালী হাইস্কুল মাঠে সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন আশরাফুল- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে সেখান থেকে মাওলানা আশরাফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জামায়াত নেতা মাওলানা আশরাফুল ইসলামের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সহিংসতা, গাছ কাটাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top