সকল মেনু

কোনো রাজনীতি হবে না সেভেন মার্ডার নিয়ে

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ৬ মে : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নারায়ণগঞ্জে সংঘটিত সাত হত্যাকাণ্ডের বিচার করা সরকারের একটি কঠিন সিদ্ধান্ত। সরকার অপরাধীদের গ্রেফতার করে বিচার করবে বলে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। এটা নিয়ে কোনো রাজনীতি করা উচিত হবে না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আহসান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ঘটনায় সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এতে কোনো রকম রাজনৈতিক ছাড় দেওয়া হবে না। এতে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যও জড়িত থাকেন, তাদেরও বিচার করা হবে।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, ‘এ ঘটনার সত্য প্রকাশ খুব শিগগিরই হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এরকম ঘটনা ঘটানোর সাহস না পায়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top