সকল মেনু

মৌলভীবাজারে মানবন্ধন

 এম শাহজাহান আহমদ,মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারের সমৃদ্ধ বন কেটে স্বার্থান্বেশী মহলকে চা বাগান করতে না দেয়ার প্রতিবাদে বনের ভিতরেই মানবন্ধন করেছে স্থানীয়রা। রোববার বিকালে কুলাউড়া মন ছড়া বিটের আসে পাশের এলাকাবাসী বন বিটের সেগুন বাগানে লিজ না দেয়ার দাবীতে এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্যদেন মনছড়া বনে সামাজিক বনায়নকারী উপকারভোগী সংগঠনের সভাপতি আছিদ মিয়া, সম্পাদক আব্দুল আজিজ, সদস্য অনুপ সাংমা, ইউছুপ আলী ও ইদ্রিছ আলী । তারা বলেন এ বনের ভিতরে সরকারের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। যেখান থেকে সরকার ইতিমধ্যে শত কোটি টাকার রাজস্ব পেয়েছে। আর এই মুল্যবান সম্পদ মাত্র ৫৫ লক্ষ টাকায় কিভাবে লিজ দেয়া হয়। তা ছাড়া লিজের আবেনকারী কালিটি চা বাগান এর আগে সরকারের কাছ থেকে যে জমি লিজ নিয়েছে চা বাগানের জন্য তার অর্ধেকও এখন পর্যন্ত চা আবাদ করতে পারেনি। তারা প্রধান মন্ত্রীর দৃষ্টি আর্কশন করে এই দুষ্ট ভুমি খেকো চক্রের হাত থেকে এলাকার পরিবেশ তথা সরকারের কোটি কোটি টাকা সম্পদ রক্ষার আবেদন জানান। উল্লেখ্য মনছড়া বিটের কোটি কোটি টাকা মুল্যের সমৃদ্ধ বনের ২৮০ একর জমি মাত্র ৫৫লক্ষ টাকায় লিজ দেয়ার  অনুমতি দিয়েছে ভুমি মন্ত্রনালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top