সকল মেনু

৩৩ বছর পর খালেদা জিয়ার এই বক্তব্যে আমি বিস্মিত হয়েছি: এরশাদ

 নিজস্ব প্রতিবেদক,রংপুর, ৪ মে : এরশাদকে জিয়া ও মঞ্জুর হত্যার খুনি বলে বিচার দাবি করে বিএনপির চেয়ারপারসনের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাপা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি তার প্রতিক্রিয়ার বলেন, ‘বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল, খালেদা জিয়া কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন। তখন তারা এই প্রশ্ন কখনো তোলেননি। জিয়াউর রহমানের মৃত্যুর ৩৩ বছর পর খালেদা জিয়ার এই বক্তব্যে আমি বিস্মিত হয়েছি।’

এরশাদ বলেন, ‘জিয়াউর রহমানকে মঞ্জুর হত্যা করেছিলেন, প্রেসিডেন্ট ছাত্তার আমাকে সেই বিদ্রোহ দমন করতে বলেছিলেন। আমি সফলভাবে তা সম্পন্ন করায় আমাকে থ্যাংকস লেটার দিয়েছেন। তিনি জড়িতদের ফাঁসির আদেশের অনুমোদন দিয়েছেন।`

পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে এরশাদ বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া আমার সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা করেছিলেন। তাহলে কি তারেক জিয়া খুনির সঙ্গে জোট করতে চেয়েছিলেন?’

এরশাদ আরো বলেন, ‘মঞ্জুর হত্যার ১৪ বছর ৯ মাস পর বিএনপি এ হত্যা মামলা দায়ের করে। মামলাটি এখনো বিচারাধীন। বিচারাধীন মামলা সম্পর্কে আদালতের বিষয় নিয়ে মন্তব্য করায় খালেদা জিয়া অন্যায় করেছেন। রাজনৈতিক হিংসা-বিদ্বেষপ্রসূত তিনি এসব মন্তব্য করেছেন। কারণ বিএনপি সংসদে নেই, বিরোধী দলে নেই। এমনকি আন্দোলনেও নেই। আমরা সরকারে আছি, বিরোধী দলে আছি, দলকে সুসংগঠিত করছি। তাই প্রতিহিংসাপরায়ণ বশত তিনি আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বক্তব্য দিচ্ছেন, যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

এরশাদ রংপুরে নিজ বাসভবন পল্লিনিবাসে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে হটনিউজ২৪বিডি.কমকে এই প্রতিক্রিয়া জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top