সকল মেনু

ভোলায় ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট চালু

 ভোলা প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ার প্রায় ৯ মাস পর চালু হলো ভোলার একমাত্র গ্যাস ভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রেন্টাল প্লান্ট। শনিবার রাতে এটি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে গেলেও রোববার সকাল থেকে এতে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ভোলাবাসীর বিদ্যুৎ নিয়ে দীর্ঘ ভোগান্তির অবসান হয়েছে।রোববার সকাল থেকেই জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। তবে বেশ কিছু স্থানে ঘুর্র্ণিঝড়ে সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকায় সেখানে এখনও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি।গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্টের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, দেশি-বিদেশি অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে দীর্ঘ মেরামত কাজ শেষে গ্যাস ভিত্তি বিদ্যুৎ প্লান্টকে উৎপাদনে নেয়া সম্ভব হয়েছে। শনিবার রাত থেকেই জেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে ১৫ মেগাওয়ার্ট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে আরো বেশি উৎপাদন হবে। তিনি আরো জানান, অতিরিক্ত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো ৪টি মেশিন প্রস্তুত রয়েছে, খুব শীঘ্রই তা চালু হবে।ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোহরাব আলী বিশ্বাস জানান, ভোলার গ্যাস ভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ায় এখন আর ভোলায় বিদ্যুতের তেমন সমস্যা হবে না। পুওে জেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হয়নি।বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবউশন কোম্পানীর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত কাজ চলছে, তাই কাঙ্খিত পরিমান বিদ্যুৎ লোড নেয়া সম্ভব হচ্ছে না। পর্যাক্রমে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।উল্লেখ্য, ২০১৩ সালের ১০ আগস্ট যান্ত্রিক ত্রটির কারণে ভোলার একমাত্র গ্যাস ভিত্তিক রেন্টাল মেশিন বিকল হয়ে যায়। এতে চরম বিদ্যুৎ বিপর্যায়ের মধ্যে পড়ে দ্বীপজেলার মানুষ। বিকল্প ব্যবস্থায় এ ৯ মাস ধরে জাতীয় গ্রীডের পটুয়াখালী ও বরিশাল লাইন থেকে সামান্য বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও তা চাহিদার তুলনায় খুবই কম ছিলো। ফলে বিদ্যুৎ সমস্যা নিয়েই প্রায় ৯ মাস অতিবাহিত করতে হয়েছে ভোলাবাসীকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top