সকল মেনু

কোচিং বন্ধের দাবিতে শৈলরানী স্কুলের ছাত্রীদের মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা: জোর পূর্বক ছাত্রীদের কোচিং করানো এবং কোচিং না করলে শারীরীক ও মানসিক নির্যাতন, হুমকি দমকির প্রতিবাদে নগরীর টাউনহল মাঠে মানববন্ধন করেছে শৈলরানী স্কুলের ছাত্রী ও অভিভাবকরা। মানববন্ধন শেষে কুমিল্লা জেলা প্রশাসক বরাবরে এক লিখিত দরখাস্ত প্রদান করে ছাত্রীরা।ছাত্রীদের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে এবং ছাত্রীদের সাথে কথা বলে জানাযায়, শৈলরানী স্কুল কর্তপক্ষ গত কয়েক মাস যাবৎ ৮ম, ৯ম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক কোচিং করাচ্ছে এতে করে স্কুলের সময় ১০ টা থেকে ৪টা পর্যন্ত থাকলেও ছাত্রীদের সকাল ৮টার সময় স্কুলে স্কুলে প্রবেশ করতে হয়। সকাল ৮টা থেকে ১০ পর্যন্ত ২ঘন্টা কোচিং শেষে ক্লাস শুরু হয়। এতে করে অধিকাংশ ছাত্রী ভোর থেকে বিকাল পর্যন্ত ক্লাস করাতে অনীহা প্রকাশ করে। এসব বিষয় ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের অবহিত করলেও তারা এসব বিষয়ের কোন উত্তর না দিয়ে তারা ছাত্রীদের উল্টো হুমকি দমকি দিয়ে আসছে। এসব বিষয় নিয়ে অভিভাবকরা কয়েক বার স্কুল কতৃপক্ষের নিকট অবেদন করেন। এতেও স্কুল কর্তৃপক্ষ কোন প্রকার সাড়া নাদিয়ে তাদের টিসি প্রদান করা হবেনা বলে হুমকি দমকি দেয় এবং কোচিং বধ্যতামূলক করে। লিখিত দরখাস্তে ছাত্রীরা উল্লেখ করে তাদের প্রায় শতকারা ৯০% ছাত্রীই এই কোচিং ক্লাস করতে চায় না। ছাত্রীরা তাদের দরখাস্তে উল্লেখ করেন তাদের স্কুলে দাতা সদস্য তাদের হুমকি দিয়ে বলেন কোচিং করলেও টাকা দিতে হবে না করলেও টাকা দিতে হবে। পরবর্তী তারা কোন প্রকার উপায় না দেখে কুমিল্লা মানববন্ধন কর্মসূচির পথ বেঁচে নেয় এবং জেলা প্রশাসক বরাবর তা বন্ধের দাবি জানায়। দুপুরে ছাত্রীরা টাউন হল মাঠ থেকে মানববন্ধন শেষ করে দশম শ্রেণীর ছাত্রী মারিয়ার নেতৃত্বে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে কুমিল্লা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন হাতে একটি লিখিত দরখাস্ত প্রদান করেন। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমি ছাত্রীদের দরখাস্তটি গ্রহন করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনুর রশিদ কে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top